চট্টগ্রাম, বৃহস্পতিবার ৩০ নভেম্বর, ২০২৩

Porisor banner

চবিতে উদ্ভিদ বিজ্ঞানীদের মিলনমেলা

পরিসর.কম

প্রকাশিত : ০৩:১২ এএম, ২৯ মে ২০১৭ সোমবার | আপডেট: ১১:৫৪ এএম, ২৯ মে ২০১৭ সোমবার

চবিতে উদ্ভিদ বিজ্ঞানীদের মিলনমেলা

চবিতে উদ্ভিদ বিজ্ঞানীদের মিলনমেলা

উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির যৌথ আয়োজনে বাংলাদেশে প্রথমবারের মত “বাংলাদেশ বোটানি অলিম্পিয়াড ২০১৭” অনুষ্ঠিত হয়েছে।

গত ২৬ ফেব্রুয়ারি চবি জীব বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অলিম্পিয়াড উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। চবি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও বাংলাদেশ বোটানি অলিম্পিয়াড ২০১৭ এর সভাপতি অধ্যাপক ড. এম এ গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দি পিপলস ইউনিভারসিটি অব বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. আমিন উদ্দিন মৃধা, পোর্ট সিটি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক ড. নুরল আনোয়ার, চবি জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর মহাপরিচালক স্বপন কুমার রায়, বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির সহ সভাপতি ও চবি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম. আতিকুর রহমান ও সোসাইটির মহাসচিব অধ্যাপক ড. শেখ শামীমুল আলম এবং অলিম্পিয়াড আয়োজক কমিটির সম্পাদক ও চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হুদা।

চবি উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, ‘আধুনিক সভ্যতা বিনির্মাণে এবং মানবকূলের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা-সংস্কৃতি ও স্বাস্থ্য সেবায় বৃক্ষরাজীর অবদান অনস্বীকার্য। তাই মানবকূলের সুযোগ-সুবিধা বাড়াতে এবং উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে তরুণ প্রজন্মকে জ্ঞান-বিজ্ঞান চর্চা ও প্রয়োগ, বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ অত্যন্ত জরুরি’।

দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মসূচিতে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০০ জন প্রথিতযশা উদ্ভিদ বিজ্ঞানী অংশগ্রহণ করেন। এছাড়া ৮০টি বিশ্ববিদ্যালয়-কলেজের ১৪০০ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণের পরে দর্শকদের মন-মাতিয়ে দেয় ঝলমলে সাংস্কৃতিক অনুষ্ঠান।