চট্টগ্রাম, বৃহস্পতিবার ৩০ নভেম্বর, ২০২৩

Porisor banner

চবিতে ডিজিটাল সাংবাদিকতা বিষয়ক নেটওয়ার্কিং সম্মেলন অনুষ্ঠিত

চবি প্রতিনিধি

পরিসর.কম

প্রকাশিত : ১০:২৭ এএম, ২৯ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০১:১৭ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

চবিতে ডিজিটাল সাংবাদিকতা বিষয়ক নেটওয়ার্কিং সম্মেলন অনুষ্ঠিত

চবিতে ডিজিটাল সাংবাদিকতা বিষয়ক নেটওয়ার্কিং সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ( চবি)  ডিজিটাল সাংবাদিকতা বিষয়ক নেটওয়ার্কিং সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে যোগাযোগ ও  সাংবাদিকতা বিভাগের উদ্যোগে ও ডয়েচে ভেলের সহায়তায় এই সম্মেলনটি অনুষ্ঠিত  হয়। এতে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থার প্রায় ৫৩ জন শিক্ষক ও গবেষকবৃন্দ।


‘বাংলাদেশে ডিজিটাল সাংবাদিকতা শিক্ষা বিষয়ক নেটওয়ার্কিং সম্মেলন: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এ সম্মেলনটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ডিজিটাল সাংবাদিকতা আমাদের সুযোগ ও সম্ভাবনার দ্বার সম্প্রসারিত করবে এবং সামনে এগিয়ে যেতে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে এটাই প্রত্যাশিত। আধুনিক প্রযুক্তির নেটওয়ার্কিং যাতে নেতিবাচক ভূমিকায় অবতীর্ণ হতে না পারে এ বিষয়েও মিডিয়াকে সতর্ক থাকতে হবে।


তিনি আরও বলেন, আধুনিক বিশ্বে কি ঘটছে, জ্ঞান-বিজ্ঞানের নব নব আবিষ্কার বিশ্বকে কোন পথে পরিচালিত করছে  সবকিছু জানতে এবং জানাতে আমাদের মিডিয়ার ইতিবাচক ভূমিকাসহ ডিজিটাল সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপাচার্য আরও বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের প্রয়োজন সৎ-দক্ষ-যোগ্য বিজ্ঞানমনষ্ক মানব সম্পদ।


বিশেষ  অতিথির বক্তব্যে সাবেক প্রধান তথ্য কমিশনার প্রফেসর ড. গোলাম রহমান বলেন, বর্তমান যুগ হলো তথ্য প্রযুক্তির যুগ। এর সাথে তাল মেলাতে হলে আমাদের শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানতে হবে। এছাড়া সরকারের যে ডিজিটাল বাংলাদেশের রুপরেখা, তা বাস্তবায়নেও আধুনিক প্রযুক্তি শিক্ষার উপর জোর দিতে হবে।


তিনি আরও বলেন, যদি প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীরা না জানে তাহলে, বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বাজারে টিকে থাকতে পারবে না। প্রধান বক্তা হিসেবে ডয়েচেভেলের দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক কো-অর্ডিনেটর প্রিয়া এসেলবোর্ন বলেন, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগের সাথে কাজ করতে পেরে আনন্দিত। আমাদের লক্ষ্য বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক সাংবাদিকতা শিক্ষাকে উন্নত ও শক্তিশালী করা। তাই শিক্ষক-শিক্ষার্থীদের ডিজিটাল নেটওয়ার্কিংসহ বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আসছি।


বিভাগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ। এছাড়া অতিথি হিসেবে বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সহিদ উল্ল্যাহ ও প্রফেসর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বক্তব্য রাখেন।


বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা করিম ও মাধব চন্দ্র দাসের সঞ্চালনায় সম্মেলনটি শুরু হয় জাতীয় সঙ্গীত আর বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ দিয়ে। এসময় স্বাগত বক্তব্যে দেন বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ। তিনি বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, বরং ব্রত । তাই সাংবাদিকতার আরও আধুনিকায়নে এর সমস্যা ও সম্ভাবনাগুলোকে খুঁজে বের করতে হবে।  


উল্লেখ্য, ৫টি সেশনে সম্মেলনটি শেষ হয়। এর মধ্যে শুরুতে চবি সাংবাদিকতা বিভাগের ডিজিটালাইজেশন নিয়ে আলোচনা রাখেন বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ ও সহকারী অধ্যাপক মাধব চন্দ্র দাস। এর পর একে একে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থার শিক্ষক-গবেষকরা বিভিন্ন বিষয়ে তাঁদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।


#জাহিদ হাসান -