চট্টগ্রাম, বুধবার ৩১ মে, ২০২৩

Porisor banner

চবির সাংবাদিকতা বিভাগের বিদায়ী সংবর্ধনা রোববার

পরিসর.কম

প্রকাশিত : ১২:০১ এএম, ২৩ মার্চ ২০১৯ শনিবার

চবির সাংবাদিকতা বিভাগের বিদায়ী সংবর্ধনা রোববার

চবির সাংবাদিকতা বিভাগের বিদায়ী সংবর্ধনা রোববার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে আগামী রোববার ২০তম ব্যাচের বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এতে বিভাগের পক্ষ থেকে ২০তম ব্যাচের ৬৮ শিক্ষার্থীকে আনুষ্ঠানিক বিদায় জানানো হবে।

এদিন সকাল ১০টায় চবির ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিভাগীয় সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে থাকবেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্জ্ব সুফী মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়া বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও সম্মানিত অতিথি হিসেবে সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহামেদ উপস্থিত থাকার কথা রয়েছে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। পরে বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হবে। এছাড়া সবশেষে এ বিভাগের শিক্ষার্থীদের উপস্থিতিতে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।