চট্টগ্রাম, বৃহস্পতিবার ৩০ নভেম্বর, ২০২৩

Porisor banner

বিনয় পরায় সম্মানের মুকুট

পরিসর.কম

প্রকাশিত : ০৩:০৪ এএম, ২৯ মে ২০১৭ সোমবার | আপডেট: ০৪:৩৯ এএম, ২৯ মে ২০১৭ সোমবার

বিনয় পরায় সম্মানের মুকুট

বিনয় পরায় সম্মানের মুকুট

‘জ্ঞান অর্জনে চাই নিরলস পরিশ্রম। পাশাপাশি উত্তম চরিত্রের মানবিক গুণসম্পন্ন উন্নত মানুষ হতে প্রয়োজন বিনয়। তাহলেই জীবনে সফলতা অনায়াসে ধরা দেবে।’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে আয়োজিত ‘বিনয় ও সফলতা’ শীর্ষক সেমিনারে দেওয়া বক্তব্যে এভাবেই শিক্ষার্থীদের অনুপ্রাণিত করলেন পিএইচপি পরিবারের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান। ৮ ফেব্রুয়ারি বেলা ১২টায় চবি সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান বক্তা হিসেবে তিনি আরও বলেন, ‘প্রতিটি মানুষের জীবনেই স্বপ্ন থাকে। স্বপ্ন বাস্তবায়নে বিনয়ী হওয়ার কোনো বিকল্প নেই। অহংকার পতন ঘটায় আর বিনয় সম্মানের মুকুট পরায়।’

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘আচরণে ভদ্রতা ও রুচিবোধের যৌক্তিক সমন্বয়ের নাম বিনয়। বিনয় হচ্ছে মনের সৌন্দর্যবোধের বাহ্যিক উপস্থাপনা, যা মানুষকে সৎ ও সফল করে তোলে। যে জাতি যত বেশি সভ্য সে জাতি তত বেশি বিনয়ী ও সুশৃঙ্খল।’

সেমিনারে সভাপতিত্ব করেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহমেদ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চবি প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী। বিভাগের সহযোগী অধ্যাপক মো. শহীদুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মাধব চন্দ্র দাস।