চট্টগ্রাম, রবিবার ২৪ সেপ্টেম্বর, ২০২৩

Porisor banner

গণতন্ত্র ও জাতীয় উন্নয়নে মুক্ত সাংবাদিকতা অপরিহার্য

পরিসর.কম

প্রকাশিত : ০৪:১৪ এএম, ২৯ মে ২০১৭ সোমবার | আপডেট: ০২:০৫ পিএম, ২৯ মে ২০১৭ সোমবার

গণতন্ত্র ও জাতীয় উন্নয়নে মুক্ত সাংবাদিকতা অপরিহার্য

গণতন্ত্র ও জাতীয় উন্নয়নে মুক্ত সাংবাদিকতা অপরিহার্য

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস উপলক্ষে আজ ৩ মে, ২০১৭ তারিখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মো: আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত অলোচনায় অংশগ্রহণ করেন বিভাগের শিক্ষকবৃন্দ। আলোচনায় বিভাগের সহযোগী অধ্যাপক শহীদুল হক বলেন, দায়িত্বশীলতা ও জবাবদিহিতাসহ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা দেশের উন্নয়নের স্বার্থেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম বলেন, সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে না পারলে গণমাধ্যম পুরোপুরি স্বাধীন হবে না। বিভাগের জ্যেষ্টতম শিক্ষক এবং প্রক্টর মো: আলী আজগর চৌধুরী বলেন, গণতন্ত্র বিকাশে সাংবাদিকতার মুক্ত পরিবেশ যেমন একদিকে গুরুত্বপূর্ণ এবং একইসাথে গণতন্ত্র ও জাতীয় উন্নয়নে সাংবাদিকদের দায়িত্বশীলতার বিষয়টিও অত্যন্ত অপরিহার্য। সভাপতির বক্তব্যে বিভাগের সভাপতি মো: আবুল কালাম আজাদ বলেন, সাংবাদিকরা জনগণের কন্ঠস্বর, তাই দেশ ও জনগণের পক্ষে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারলে দেশ এগিয়ে যাবে। গণতন্ত্র ও উন্নয়নে মুক্ত সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।